মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাবের হাতে গ্রেফতার হওয়া মো. আব্দুস সেলিম (২৩) প্রেমিকা রোজিনা আক্তারকে (৩৩) হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
(১৯ মার্চ) রোববার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।
এই সেলিমকে গ্রেফতারে গিয়েই উপজেলার সাদিপুরের বরগাঁ গ্রামে র্যাবের ‘বন্দুকযুদ্ধে’ ৬৫ বছরের বৃদ্ধ আবুল কাশেম নিহত হন।
জানা গেছে, গত শুক্রবার সকালে সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকা থেকে রোজিনার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে বরগাঁ গ্রামে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেফতার করে র্যাব।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, রোববার সকালে সেলিমকে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। বিকেলে সেলিম হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দিতে দেওয়া তথ্যের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, রোজিনা আক্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন। সেলিমও ওই কারখানায় চাকরি করতেন। তাদের মধ্যে সখ্যতা হয় এবং একে-অপরকে বিয়ে করবেন বলেও সম্মতি দেন। কিন্তু সেলিমের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়। বিয়ে ভেঙে দিয়ে তাকে বিয়ের জন্য সেলিমকে চাপ দেন রোজিনা। তখনই রোজিনাকে হত্যার পরিকল্পনা করেন সেলিম।