সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:- সন্ত্রাসীদের হাতে নিহত ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মোঃ সোহেলের ১৩তম মৃত্যু বাষির্কী উপলক্ষে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্দেগ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ মার্চ) বিকেলে আসর নামাজের পর ফতুল্লা ফতুল্লা তক্কার মাঠস্থ নতুন স্টেডিয়াম সংলগ্ন চৌরাস্তা এলাকায় মিলাদের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিল অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগ নেতা আলহ্বাজ আজমত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোহাম্মদ নজরুল,ডালিম, জসিম পিন্টু সুমন প্রমূখ।
উল্লেখ্য যে, দলীয় আভ্যন্তরীণ কোন্দল ও প্রভাব বিস্তার কে কেন্দ্র করে ২০১০ সালের ১৯ মার্চ দুপুরে প্রকাশ্যে নারায়ণগঞ্জ -৪ আসনের তৎকালীন সংসদ সদস্য প্রয়াত সাহারা বেগম কবরীর আর্শীবাদপুস্ট সন্ত্রাসীরা ফতুল্লার দাপা আদর্শ স্কুলের সামনে কুপিয়ে হত্যা করে স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ মোহাম্মদ সোহেলকে।