বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন

ফতুল্লায় হৃদয় গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ

লিজা আক্তার:- ফতুল্লায় গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করেন হৃদয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মো. তৈয়বুর রহমান।

(১৯ এপ্রিল) বুধবার সকালে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদের লালখাঁয় হৃদয় গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তৈয়বুর রহমানের নিজ বাস ভবনের নিজ তলায় শাড়ি ৬০০টি , থ্রী পিস ২০০টি,লুঙ্গি ২০০ টি বিতরণ করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৯নং ওয়ার্ড মেম্বার হান্নানুর রফিক রঞ্জু, সার্বিক সহযোগিতায় ছিলেন মিসেস নার্গিস রহমান , রাফিদুর রহমান হৃদয়, তামান্না রহমান, মাে. মঞ্জু মাে আবুল হোসেন, মো. আমীর হােসেন, মাে. ফরুক মাদবর, আহাম্মদ হােসেন, মাে.কামাল, মাে. দুলাল, মো. মজিবর, মাে.রবিন, মাে. আনোয়ার মাস্টার সহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD