মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় এক কিশোরী কে ধর্ষনের অভিযোগে অপূর্ব নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
(১৯ যে) শুক্রবার রাতে তাকে পাগলার নিশ্চিন্তপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপূর্ব ফতুল্লা মডেল থানার পাগলা নিশ্চিন্তপুরের মো. বাবুল শেখের পুত্র।
এ ঘটনায় শুক্রবার দুপুরে নির্যাতনের শিকার ঐ কিশোরী বাদী হয়ে ধর্ষনের অভিযোগ ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।
মামলায় উল্লেখ করা হয়, বাদী পরিবারের সাথে পাগলা এলাকায় বসবাসস করে ঢাকার শ্যামপুরে অবস্থিত একটি গার্মেন্টসে চাকুরী করে আসছিলো। যাতায়াতের পথে গ্রেপ্তারকৃত অপূর্ব বাদী কে প্রেমের প্রস্তাব সহ কথাবার্তা বলতো।
তাদের মধ্যে সু-সম্পর্ক গড়ে উঠে। এরই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল দুপুরে বাদীর নিশ্চিন্তপুরে বসবাসকারী বাদী তার নিজ বোনের বাসায় যায়।
বিয়ের প্রলোভনের প্রতিশ্রুতি দিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে। পরবর্তীতে অপূর্ব কে বিয়ে করার কথা বললে সে অস্বীকার করে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানায়,মামলা হয়েছে। অভিযুক্ত আসামী কে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত কিশোরী কে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।