শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

আলীগঞ্জে প্রভাবশালীদের ছত্রছায়ায় পিতা-পুত্রের মাদক ব্যবসা।

সংবাদ নারায়ণগঞ্জ:-আলীগঞ্জে পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যে মাদক বেচাকিনার হাট বসিয়েছে পিতা-পুত্র। প্রভাবশালীদের ছত্রছায়ায় প্রকাশ্যেই মাদক বিক্রি হলেও দেখার কেউ নেই। ফতুল্লা মডেল থানা পুলিশের তেমন ভূমিকা চোখে পড়ছে না। বুক ফুলিয়ে বিক্রি করছে মাদক।

 

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আলীগঞ্জে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লায় গড়ে উঠেছে মাদকের সিন্ডিকেট। আর এর সবই হচ্ছে প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায়।

 

আলীগঞ্জ এলাকা ঘুরে দেখা গেছে, মাদকে ছেয়ে গেছে এলাকা। মাদক ব্যবসায়ীরা নিজেদের ক্ষমতাসীন দলের লোক পরিচয় দিয়ে নিশ্চিন্তে ব্যবসা করছেন। স্থানীয় অন্তত ৫০ জন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, ডাকাত রহিম ও তার ছেলে রবিনের মাদক ব্যবসা নিয়ন্ত্রণের মূলে রয়েছেন এখানকার প্রভাবশালী। ফলে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মানুষ মুখ খুলতে সাহস পায় না।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা সংবাদ নারায়ণগঞ্জকে বলেন, ‘আমরা মুখ ফুটে কিছু বলতে পারি না, কিছু করতেও পারি না। কারণ, প্রভাবশালীদের ছোট্ট ছায়ায় ডাকাত রহিম ও তার ছেলে রবিন শ্রমিক নেতা পলাশের পাম্পের পিছনে প্রকাশ্যে এলাকায় মাদক বিক্রি করছে। এ বিষয়টি যদি শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ দেখত তাহলে এলাকায় মাদক বিক্রি বন্ধ হয়ে যেত।

 

এলাকার অনেকে দুঃখ প্রকাশ করে বলেন, বিভিন্ন সভা-সেমিনারে রাজনৈতিক নেতারা মাদকের বিরুদ্ধে শপথ করান। আবার তাঁরা নিজেরাই মাদকের ব্যবসা করেন, মাদক সেবন করেন। পুলিশ এসব দেখেও চুপ থাকে।

 

তাই অতি দ্রুত এ সকল মাদক ব্যবসায়ীদের নির্মূল করা না হলে অতি তাড়াতাড়ি যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হবে। তাই প্রশাসনের হস্তক্ষেপ জরুরি ভাবে

কামনা করছি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD