বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- কুতুবপুর ইউনিয়ন যুবদলের দোয়া ও আলোচনা সভাকে কেন্দ্র করে বইছে সমালোচনার ঝড়।
(৭ জুন) বুধবার কুতুবপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কিন্তু এই দোয়া মাহফিল ও আলোচনা সভায় সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও ছিলেন না কুতুবপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি নুরুল ইসলাম তেলা, সহ-সভাপতি মামুন প্রদান, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ইয়াছিনুর রহমান সুমন, যুগ্ম সম্পাদক সজীব কাজী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল, দপ্তর সম্পাদক শাকিল মৃধা, কোষাধাক্ষ মামুনসহ আরো অনেকে। এতে করে কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে মধ্যে বইছে সমালোচনার ঝড়।
এদিকে নাম না প্রকাশ করা শর্তে কুতুবপুর ইউনিয়ন যুবদলের এক নেতা জানান, ক্ষমতায় না আসতেই শুরু হয়ে গেছে যুবদলের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। আর এই দ্বিধাদ্বন্দ তৈরি করছেন ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম রাজ। মূলত যুবদলের ব্যানারে অনুষ্ঠিত হয়েছে আমাদের নেতার দোয়া মাহফিল। সেই অনুষ্ঠানেই অনুপস্থিত যুবদলের অসংখ্য নেতারা। এর মাধ্যমে বোঝা যাচ্ছে কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সঙ্গে বাকি নেতাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। এর মাধ্যমে ক্ষতি হবে দলের।
এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক বিল্লাল হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিল সেটা আমি জানিনা আমি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না, যুবদলের অনেক নেতাকর্মী উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি প্রোগ্রামে যদি উপস্থিত থাকতাম তাহলে বিষয়টি জানতে পারতাম। কিন্তু সভাপতি মাসুম আহমেদ রাজের সাথে অন্যান্য নেতাকর্মীদের কোন সমস্যা আছে কিনা সেটা আমি জানি না। যদি কোন সমস্যা থাকে তাহলে সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করা হবে বলে তিনি জানান।
এ বিষয়ে জানতে কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ আহমেদ রাজের মোবাইল ফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।