শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:-ফতুল্লার আলীগঞ্জ এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ। কিন্তু শ্রমিক নেতা পলাশের অভিযানকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রকাশ্যেই মাদক ব্যবসা করছে আয়নাল হক অরুফে আইনু। তার এই অভিযানকে ব্যর্থ প্রমাণ করতেই বীর দাপটে বুক ফুলিয়ে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।
মাদক ব্যবসায়ী,মাদকসেবী,জুয়ারী সহ নানা শ্রেনীর অপরাধ আর অপরাধীদের নিরাপদস্থল হয়ে উঠেছে ফতুল্লা থানা আলীগঞ্জ এলাকা।
তথ্য মতে,নারায়ণগঞ্জ শহর ও শহরতলীর আশপাশের মধ্যে চানমারী বস্তিকে বলা হয়ে থাকতো মাদকের সবচয়ে বড় স্পট। সেই চাঁনমারী বস্তিকে ছাড়িয়ে গেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জ এলাকা।
বর্তমানে দেখা মিলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাদক সেবীদের অতিমাত্রায় আনাগেনা।মাদকের এই বিশাল বাজারে এখানে,হাত বাড়ালেই মিলছে মরণ নেশা হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল সহ সকল ধরনের মাদক। গুটিকয়েক মাদক ব্যবসায়ী পুরো আলিগঞ্জ কে নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে অন্যতম পুলিশের কথিত সোর্স আয়নাল হক অরুফে আইনু। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা।
ফতুল্লা থানার পাগলা- কুতুবপুরের বিশাল মাদক বাজারের মাদকের চাহিদা আলীগঞ্জ থেকে সরবরাহের মাধ্যমে মাদক চাহিদা পূরন করা হয়ে থাকে বলে জানা যায়।
তথ্য অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই মাদকের হাটের সমস্ত মাদকের যোগানদাতা আইনু নামে এক শীর্ষ মাদক ব্যাবসায়ী। আইনু সারাদিন গা ডাকা দিয়ে থাকলেও সন্ধ্যায় এসে হিসেব নেন বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নিজের হাতেই বিভিন্ন এলাকার মাদক বিক্রেতাদের নিকট মাদক সরবরাহ করে থাকেন আইনু।
এছাড়াও আইনুল রয়েছে নিজস্ব কিছু সেলসম্যান, যারা কমিশনে আইনুর মাদক বিক্রি করছে। আলীগঞ্জে প্রবেশ পথ থেকেই বিক্রি হয় ইয়াবা,হেরোইন,হান্ড্রেড,গাঁজা, চোলাইমদ সহ নানা মাদক।
এদিকে নতুন করে আরেক মাদক ব্যবসায়ীর উত্থান হয়েছে আলীগঞ্জ এলাকায়। ধর্ষণ ও মাদক মামলা আসামি রবিন। প্রভাবশালীদের সেটারে রবিন প্রকাশ্যে গাঁজা, ইয়াবা, হেরোইন বিক্রি করছে। মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযানকে তোয়াক্কা না করেই চলছে তার মাদক ব্যবসা।