মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- আড়াইহাজারে চেকপোস্টে তল্লাশির সময় দেড় হাজার ইয়াবাসহ শাহনাজ (৫৩) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
(১৬ জুলাই) রোববার রাতে উপজেলার মানিকপুর চেকপোস্টে তল্লাশি চালিয়ে চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শাহনাজ সোনারগাঁয়ের হাবিবপুর মধ্যমপাড়ার মনির হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব। তিনি বলেন, আমরা এ পথে মাদকের চোরাচালান রোধে এ চেকপোস্টটি স্থাপন করেছি। এখানে তল্লাশির সময় দেড়হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।