শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:-নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিনের বাড়িতে অস্ত্রদারী সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
(১৬ জুলাই) সোমবার বিকেলে ৯ নং ওয়ার্ড জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার মৃত: আব্দুস ছামাদ মেম্বারের ছেলে আরিফ প্রধান, মৃত আক্কাস আলীর ছেলে মোঃ বাবুল, মৃত: মোতালেবের ছেলে সেলিম মিয়া, মোঃ রাব্বি, মোঃ সুমন সহ অজ্ঞাত ২০/৩০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ ডায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে অর্ধশত মোটরসাইকেল নিয়ে ৭০/৮০ জন আরিফ প্রদানের নেতৃত্বে অস্ত্রধারী সন্ত্রাসীরা আমার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। বাড়িতে ঢুকেই আসবাবপত্র,জানালার গ্লাস ভাঙচুর করে লুটপাট শুরু করে। এ সময় আমার ছেলে মোঃ সালাউদ্দিন বাধা দিলে উক্ত সন্ত্রাসীরা আমার ছেলেকে লোহার পাইপ, হকিস্টিক দিয়ে মারদোর করতে থাকে। আমি তাদেরকে বাধা দিতে গেলে সন্তোষীরা আমার উপরও হামলা চালায়। এক পর্যায়ে আমার ছেলেকে টেনে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমার ছেলের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে। তারা আমার ছেলেকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন বলেন, জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করে এই দেশটিকে স্বাধীন করেছি। আজ সন্ত্রাসীরা আমার বাসায় প্রবেশ করে আমাকে সহ আমার পরিবারের লোকজনের উপর হামলা করেছে। সন্ত্রাসী আমাকে নয় সকল মুক্তিযুদ্ধার উপর হামলা করেছে। আমি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার কামনা করছি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।