মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিদ্ধিরগঞ্জ থানার ৯ নং ওয়ার্ডের নবগঠিত বিতর্কিত কমিটিতে অযোগ্য নেতৃত্বে অনস্থা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ৯ নং ওয়ার্ডের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কমিটির পদ প্রত্যাশী নেতাকর্মীরা।
(৬ আগস্ট) রবিবার সকালে সিদ্ধিরগঞ্জের ৯ নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় এ সংবাদ সম্মেলন করেন স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
৯ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিতর্কিত কমিটির বিষয় তুলে ধরে পদবঞ্চিতরা বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের নির্দেশনায় সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আজ স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটিতে আমাদের অবমূল্যায়ন করা হয়েছে। এবং এই নতুন কমিটিতে একই ব্যক্তি সালাউদ্দিনকে ২ বার সহ-সভাপতি ও সমাজ কল্যাণ সম্পাদক করা হয়েছে।
।জামাত-বিএনপি’র নেতাকর্মীদের পদ পদবী দেওয়া হয়েছে। একটি পক্ষ তাদের মনগড়া কমিটি গঠন করেছে। যে কমিটিতে একই ব্যক্তিকে একাধিক পদ দেওয়া হয়েছে। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শাহনারা ইয়াসমিন স্বাক্ষরিত ৪১ জনের এই কমিটিতে একাধিক জামাত-বিএনপি’র নেতাকর্মীদের পদ পদবী দেওয়া হয়েছে। কমিটিতে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ পদায়ন করা হয়নি বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন উপস্থিত নেতাকর্মীরা।
সালাউদ্দিন বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী লীগের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হচ্ছে যারা প্রকৃত আওয়ামী লীগার তাদেরকে এই কমিটিতে যথাযথ মর্যাদা দেওয়া হয়নি। তারা তাদের মনগড়া কমিটি গঠন করেছে। তাই স্বেচ্ছাসেবক লীগের নতুন এ কমিটি থেকে আমরা পদত্যাগ করছি। আমাদের পথ পদবী মুখ্য বিষয় না, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন মাননীয় এমপি জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের কর্মী হিসেবেই নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করি। তাই এই কমিটিকে বিলুপ্ত করে প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিকদের পদ মর্যাদা দেওয়ার আহবান জানাচ্ছি।
পদত্যাগ কারীরা হল, নাজিম উদ্দিন, আলামিন, সালাউদ্দিন, মোজাম্মেল, মোঃ জুয়েল, অপু, পিন্টু, সালাউদ্দিন, কবির, মৃদুল, জীবন, ওয়ালিউল্লাহ, সজীব, টুম্পা আক্তার, মাসুম, জজ মিয়া, সাত্তার, সোহেল, সাজ্জাদ, রাসেল, রায়হান, রাজু, সবুজ, দিগন্ত, সানি ও পলাশ।