বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:৩৪ অপরাহ্ন

মোটরসাইকেল চোর চক্রের মূলহোতা সহ গ্রেফতার ২

সংবাদ নারায়ণগঞ্জ:- ফতুল্লায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-৩।

(১৯ সেপ্টেম্বর) মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো মূলহোতা ফতুল্লা থানার ভোলাইল শান্তিনগর এলাকার মো. ইসরাফিল মিয়ার ছেলে মো. মোস্তফা কামাল (৩৮) ও তার সহযোগী বগুড়া জেলার শিবগঞ্জ থানার কুড়াহার মন্ডলপাড়া গ্রামের মো. হযরত আলীর ছেলে মো. সোহেল রানা (১৮)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে এ চক্রটির বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD