শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:৩২ পূর্বাহ্ন

পুলিশের গুলিতে পুলিশ আহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের এক কনস্টেবলের শর্টগানের গুলিতে আরেক কনস্টেবল আহত হয়েছেন।

(২ নভেম্বর) বৃহস্পতিবারস কালে আড়াইহাজার থানায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ কনস্টেবলের নাম টিপু সুলতান।

টিপু সুলতানকে আহত অবস্থায় প্রথমে আড়াইহাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন।

আহত কনস্টবল টিপু সুলতান বলেন, সকালে ডিউটিতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় এ ঘটনা ঘটে। থানার ভিতরে বাবুল হোসেন তার নিজের শর্টগান পরিষ্কার করার সময় মিসফায়ার হয়।

বাবুল হোসেন বলেন, সকালে শর্টগান পরিষ্কার করার সময় মিসফায়ারে পাশে দাঁড়িয়ে থাকা টিপু সুলতানের শরীরের কয়েক জায়গায় গুলি লাগে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, মিসফায়ারে এক কনস্টেবল আহত হয়েছিলেন। তার অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD