বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১০:৩২ অপরাহ্ন
ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী খলিল বাহিনীর হামলায় নারী-পুরুষ ও শিশুসহ ১০ আহত হয়েছেন।
( ৩ নভেম্বর) শুক্রবার সন্ধ্যায় পাগলা নয়ামাটি মুসলিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ঝর্ণা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় খলিল সহ ১১জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী নারী ঝর্ণা বেগম অভিযোগে উল্লেখ করেন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ২০০ শতাধিক কিশোর অপরাধীদের নিয়ে বাড়ি ঘর সহ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় সন্ত্রাসী খলিল বাহিনী। তাদের হামলায় নারী পুরুষ ও শিশুসহ ১০ জন আহত হয়।
খলিল বাহিনীর তাণ্ডবে নয়ামাটি শাহী বাজার সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফতুল্লা মডেল থানা পুলিশ।
জানা যায় দীর্ঘ দিন যাবৎ সন্ত্রাসী খলিল বাহিনী কুতুবপুর ইউনিয়নের,পাগলা নয়ামাটি, মুসলিম পাড়া, শাহী বাজার, বৌ বাজার সহ আশপাশের এলাকায়, ভাসমান কিশোর অপরাধীদের সঙ্গবদ্ধ করে মাদকের নিয়ন্ত্রণ, চোর সিন্ডিকেটের নিয়ন্ত্রণের মাধ্যমে বাঙারী ব্যবসা, এলাকায় কেউ নির্মাণ কাজ করলে বাসায় কিশোর অপরাধীদের নিয়ে উপস্থিত হন সন্ত্রাসী খলিল।
বাহিনীর প্রধান দাদা খলিল সহ বাহিনীর অন্যান্য সদস্যরা। ইট-বালি সিমেন্ট জোর পূর্বক নিতে বাধ্য করা হয়। ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন যাবত এমন অপরাধ কর্মযজ্ঞ্য চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী খলিল বাহিনী।
অভিযুক্ত এ বিষয়ে খলিলের কাছে জানতে চাইলে, খলিল বলেন, আমি এ ঘটনার সাথে জড়িত নাই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে ফতলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।