সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

ফতুল্লায় কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

সংবাদ নারায়ণগঞ্জ:- হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ২৮ তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

( ৬ নভেম্বর‌) সোমবার ফতুল্লার পিলকুলিতে অবস্থিত হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদ ও জামিয়া সুফি আবেদ রহমত হাক্কানী মাদ্রাসায় এ কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আজ কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১শত ৪০ জন অংশ গ্রহণ করে এর মধ্যে পাঁচটি গ্রুপে ভাগ করা হয় এরমধ্যে প্রতিটি গ্রুপ থেকে দশজন কোরআন তেলাওয়াতে উত্তীর্ণ হয়। পাঁচটি গ্রুপে মোট ৩৫ জনের হাতে পুরস্কার তুলে দেন, তাদের মধ্যে ৩০ পারা কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন শাহেদ আলম, দ্বিতীয় স্থান শরিফুল ইসলাম, তৃতীয় স্থান রায়ান তানজিম।

হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদ ও জামিয়া সুফি আবেদ (রহ:) হাক্কানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবু খালেদ মোঃ বরকত উল্লাহ প্রজনন অতিথির হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাক্কানী রহমত মঞ্জিল জামে মসজিদ জামিয়া সুফি আবেদ (রহ:) হাক্কানী মাদ্রাসা আলহাজ্ব মোহাম্মদ মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আলহাজ্ব হাফেজ আজম খান, মোহতামিম, জামিয়া সফি আবেদ (রহ:) হাক্কানী মাদ্রাসা হাফেজ মাওলানা ক্বারী মোখলেসুর রহমান সহ অত্র মাদ্রাসার হাফেজ মাওলানা।
২০ পারা কোরআন তেলাওয়াতে প্রথম স্থান লাভ করেন,সাইফুর রহমান, দ্বিতীয় স্থান রিফাত তাসলিম, তৃতীয় স্থান তাহমিদ জামিল।

১০ পাড়া কোরআন তেলাওয়াতে প্রথম স্থান লাভ করেন,সাজিদুল ইসলাম, দ্বিতীয় স্থান মোখলেসুর রহমান, তৃতীয় স্থান,সামিউর রহমান।
৫ পাড়া কোরআন তেলাওয়াতে প্রথম স্থান লাভ করেন রোহান হাওলাদার,ইশফাক। এলাহী,এছাড়াও ১০ বছর বয়সী পূর্ণ কোরানে হাফেজ সিজারুল হুফফাজ প্রথম স্থান লাভ করেন ওসমান গনি, দ্বিতীয় স্থান হুসাইন ও তৃতীয় স্থান লাভ করেন মাহমুদ রাব্বানী।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD