শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- সিদ্ধিরগঞ্জে নাশকতার প্রস্তুতিকালে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
(১৬ নভেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলার নাগিনা জোহা সড়কের চৌধুরীবাড়ি ও আদর্শবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এছাড়া মিছিল থেকে আরো চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানার মাদানী নগর এলাকার মৃত মাওলানা আ. মান্নানের ছেলে এ কে এমন নুরুল্লাহ, একই থানা এলাকার হুমায়ুন কবিরের ছেলে মাইনুদ্দিন, সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার মৃত আ. জব্বারের ছেলে আব্দুস সাত্তার, সিদ্ধিরগঞ্জ ওমরপুর এলাকার মৃত হানিফের ছেলে শামীম আহমেদ, সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকার মৃত আইয়ুব আলী ভূঁইয়ারর ছেলে মোহাম্মদ আফাজ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ মাদানীরগর এলাকার আবুল হাসেমের ছেলে মোহাম্মদ মমিন,
সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকার আব্দুর রহিমের ছেলে আনোয়ার হোসেন, একই থানা এলাকার আ. বারেকের ছেলে বেলায়েত, সিদ্ধিরগঞ্জ থানা এলাকার মৃত হানিফের ছেলে মোহাম্মদ আ. কাশেম, সিদ্ধিরগঞ্জ এনায়েত নগর এলাকার মৃত সাহেব আলীর ছেলে জামান, সিদ্ধিরগঞ্জ ওমরপুর এলাকার মৃত হানিফেরর ছেলে হাসান, সিদ্ধিরগঞ্জ ওমরপুর এলাকার মৃত হানিফেরর ছেলে হাবিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ পাঠানতলী আইলপাড়া এলাকার মৃত রশিদ আহম্মেদের ছেলে সোহেল রানা, সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকার মোতাসিম মামুন, ফতুল্লা কাইয়ুমপুর এলাকার মামুন ও সিদ্ধিরগঞ্জ পাঠানতলী এলাকার মৃত আ. সোবাহানের ছেলে রুবেল রানা।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান, নাশকতার প্রস্তুতিকালে জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছেন। পরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।