শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মীর হোসেন মিরু কুতুবপুর ইউনিয়ন মহিলা লীগ নেত্রীদের নিয়ে নির্বাচনী প্রস্তুতিমূলক সভা করেছে।
(২৩ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় পাগলা বউ বাজার মীর হোসেন মিরুর বাড়িতে এ নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মীর হোসেন মিরু তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এবারে নির্বাচন আগামী সকল নির্বাচন থেকে একটু ভিন্ন, তাই সকলকে একত্র হয়ে জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের নির্দেশ মোতাবেক আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পুনরায় জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ মহিলা লীগের সকল নেতৃবৃন্দ।