রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ঢাকার পান্থপথে লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
(২৫ নভেম্বর) শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর বাগদোবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া কর্মকর্তা সনদ বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে তথ্য জানানো হয়।
গ্রেফতাররা হলেন-নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকার মোমিন আলীর ছেলে সাইফুল ইসলাম পলাশ এবং হাবিব উল্লাহর ছেলে সজীব অর্ণব।
সংবাদ বিজ্ঞপ্তি র্যাব জানায়, ২ আগস্ট রাতে ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটি মার্কেটের সামনের রাস্তায় এক লেগুনাকে ঠেলে নিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগায় প্রাইভেটকার আরোহীরা লেগুনাচালক মো. সবুজ খানকে (৩৫) পিটিয়ে হত্যা করে।
নিহতের সহকর্মী মো. জামাল ও মিন্টু জানায়, গ্যাস শেষ হয়ে যাওয়ায় তারা তিনজন লেগুনাটিকে ঠেলে বসুন্ধরা সিটির সামনে দিয়ে কাওরান বাজারের মাছের আড়ৎ হয়ে গ্যাস পাম্পের দিকে যাচ্ছিল।
পথে বসুন্ধরা সিটির সামনে রাস্তায় একটি প্রাইভেটকারের সঙ্গে সামান্য ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারের আরোহীরা গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে লেগুনাচালককে অজ্ঞান করে ফেলে চলে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাইভেটকারের লোকজন সবাই মদ্যপ অবস্থায় ছিল। এ ঘটনায় তেজগাঁ থানায় একটি মামলা করা হয়। ঘটনার পর গ্রেফতাররা আত্মগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তেজগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।