শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান পূনরায় দল থেকে নমিনেশন পাওয়ায় নেতাকর্মী নিয়ে কুতুবপুরের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(১ ডিসেম্বর) বিকেলে কুতুবপুর ইউনিয়নের মুন্সিবা এলাকায় যুবলীগ নেতা টিপুর নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় টিপুর নেতৃত্ব নেতাকর্মী কুতুবপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে নৌকার পক্ষে শ্লোগানের মাধ্যমে রাজপথ প্রকম্পিত করে তুলেন। সে সাথে ক্ষমতায় থাকাকালে নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নের রূপকার সাংসদ শামীম ওসমানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পূনরায় সাংসদ হিসেবে শামীম ওসমানকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেন।