রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে অজ্ঞাত ৭০ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
(২১ ডিসেম্বর) বৃহস্পতিবার রাতে পাগলা ওয়ালটন শো রুমের পাশ থেকে বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে বৃহস্পতিবার রাতে পাগলাস্থ ওয়ালটন শোরুমের পাশে একটি অজ্ঞাত বৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। যার বয়স অনুমান ৭০ বৎসর হবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা আরো জানায়, বেশ কয়েকদিন যাবত ওয়ালটন শোরুম এর পাশে অবস্থান করছিলেন তিনি। আচ্ছা তোমাকে বলিনি তার নাম পরিচয় জানতে চাইলে তিনি নাম পরিচয় বলতে পারেনি। বৃহস্পতিবার রাত ৯ টায় তিনি মারা যান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের গায়ে লুঙ্গি, শার্ট ও একটি জ্যাকেট পরনে ছিলো। উদ্ধারকৃত লাশটির পরিচয় জানার চেষ্টা করা
হচ্ছে।