রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের ফতুল্লা আলীগঞ্জে দোয়া ও কেক কেটে উদ্বোধনের মধ্য দিয়ে শুভ সূচনা হল বাগানবাড়ি রেস্টুরেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমেদ পলাশ।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে আলীগঞ্জ রেল লাইন সংলগ্ন বাগানবাড়িতে বাগান বাড়ি রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়।
এদিকে বাগানবাড়ি রেস্টুরেন্টের মধ্যে বিয়ের অনুষ্ঠান, জন্মদিন ও অফিসিয়াল প্রোগ্রামের আয়োজন করা যাবে বলেও জানান তিনি। পাশাপাশি বিভিন্ন ধরনের ফাস্টফুট আইটেম, চাইনিজ খাবার সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে।
বাগানবাড়ি রেস্টুরেন্টের মালিক মোঃ সামসুল ইসলাম সামুলের স্বপ্নের প্রকল্প এই রেস্টুরেন্ট। বাগানবাড়ি হল এমন একটি নির্ভেজাল রেস্টুরেন্ট যেখানে আসলে আপনার অভিজ্ঞতা পূর্ণ হবে। বাগানবাড়ি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ লাঞ্চ ও ডিনারের জন্য সেরা মাল্টি কুজিন খাবারের স্বাদ গ্রহণের জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়ন পাগলা শাখার সাবেক সাধারণ সম্পাদক জজ মিয়া, আলীগঞ্জ ক্লাবের অর্থ সম্পাদক আরিফুর রহমান আরিফ।