শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ ণারায়ণগঞ্জঃ- রূপগঞ্জে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (২৩ অক্টোবর) শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুল হাসান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বলাইখা এলাকায় সড়কের পাশে অজ্ঞাতনামা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করে।
তিনি আরো জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা যুবকের চোখে ও পেটের নিচে ছুরিকাঘাত করে হত্যার পর লাশটি সড়কের পাশে ফেলে রেখে গেছে।