মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা চিতাশাল এলাকায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর অস্তক্ষেপে বন্ধ হচ্ছে ৩টি পাথর ও ১ ইট ভাংঙ্গার কারখানা ।
(৬ নভেম্বর) সন্ধায় দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে শরিফ খানের নেতৃত্বে এলাকার সাধারন মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।
এসময় মনিরুল আলম সেন্টু বলেন, চিতাশাল এলাকার মানুষেরে কথা চিন্তা করে আমি ৩টি পাথর ভাংঙ্গার কারখানা ও ১টি ভাংঙ্গার কারখানা চিতাশাল এলাকাথেকে ধুরে নিয়ে যাওয়ার জন্য কারখানার মালিককে বলেছি। তারা আমাকে আশ্বাস দিয়েছে কিছুদিনের মধ্যে চিতাশাল এলাকা থেকে শরিয়ে নিবে।
এসময় উপস্থিত ছিলেন, খোকন চৌধুরী, সাঈদুর রহমান, সিদ্দিক খান, আবু তাহের, আজী আবু রব, মালেক মিয়া, মিলন চৌধুরী, দুলাল ভান্ডারী, নুরুজ্জামানসহ এলাকার জনগন।