শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- বন্দরে নবজাতক কন্যা শিশুকে হত্যার অভিযোগে মা রিক্তা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ৷ (২১ নভেম্বর) শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে৷
গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি৷ এর আগে দুপুর ১২টার দিকে বন্দর উপজেলার ফরাজীকান্দা খালপাড় এলাকার পুকুরপাড় থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করেন পথচারী এক যুবক৷ এ ঘটনায় শিশুটির পিতা লাল মিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷ পুলিশ বলছে, শিশুর জন্মের পরই তার মা তাকে জঙ্গলে ফেলে আসেন৷ তবে কী কারণে তিনি এ কাজ করেছেন তা জানতে রিমান্ড আবেদন করা হবে বলে জানান বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভূইয়া৷
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দীন ভূইয়া জানান, নবজাতককে উদ্ধারের পর স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। প্রথমে আমরা ভেবেছিলাম এটা কোন অনৈতিক সম্পর্কের জের ধরে নবজাতকটির জন্ম হয়েছে। পরে ফরাজীকান্দায় অভিযান চালিয়ে তার বাবা মাকে খুঁজে বের করে পুলিশ। এরপর নবজাতককে বাবা মার কাছে দেওয়া হয়। এর মধ্যে নবজাতকটি খুব অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় সেখানে চিকিৎসারত অবস্থায় নবজাতক শিশুটি মারা যায়।
ওসি বলেন, এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে মায়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন৷ ওই রাতেই মাকে গ্রেফতার করা হয়৷ ওই নারী কেন এমন কাজ করেছেন তা জানতে তদন্ত চলছে৷ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে৷