শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- সোনারগাঁয় নিখোঁজের দুদিন পর বৃদ্ধ খোরশেদ বেপারী (৭২) এর লাশ পাওয়া গেছে । ১ মার্চ সকালে মঙ্গলেরগাঁওয়ের বাসা থেকে বের হয়ে চৌরাস্তা যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলেন তিনি।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, (৩ মার্চ) বুধবার সোনারগাঁয়ের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়। এর আগে সোমবার তিনি নিখোঁজ হলে তার পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ প্রচার করা হয়।
তিনি জানান, বৃদ্ধের মানসিক সমস্যা ছিলো। তিনি বনে-বাদারে ঘুরতেন। তার মরদেহের আশে পাশের আলামত দেখে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছিলেন। পরিবারের কথায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।