সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জ বন্দর দাশের গাঁও এক গার্মেন্টস কর্মীকে (১৮) ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোবাবার একজনকে আসামী করে থানায় মামলা করেছে ধর্ষণ চেষ্ঠার শিকার ওই যুবতী। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বন্দর থানাধীন দেউলী চৌরাপাড়া এলাকার আঃ হালিমের ভাড়া বাসায় থেকে স্থানীয় দাশের গাঁও মাহিন এক্সসরিজে চাকুরি করেন এক যুবতী। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। প্রতিদিনের মতো কাজে যাওয়ার উদ্যোশে রোববার সন্ধ্যা ৭টায় রাএী কালীন কাজ করার জন্য বাসা থেকে বের হয়ে মাহিন এক্সসরিজ ফ্যাক্টরির যাওয়ার পথে যুবক রিয়াজ যুবতীর পিছু নেয়।
একই তারিখ রাত ৮ টায় যুবতী বন্দর দাশের গাঁও মাহিন এক্সসরিজ ফ্যাক্টরির প্রধান ফটকের ১শ গজ দুরের রাস্তার পাশে খালি জায়গায় পৌছা মাএ রাস্তায় কেউ না থাকায় লম্পট যুবক রিয়াজ ঐ যুবতীকে পিছন থেকে মুখ চাপিয়া ধর্ষণ করার চেষ্টা করিলে যুবতী ডাক চিৎকার দিলে তার ডাক চিৎকারে ফ্যাক্টরির লোকজন আগাইয়া আসলে লম্পট রিয়াজ দৌড়ে পালানোর চেষ্টা করলে লোকজন রিয়াজকে ধরে ফেলে সাথে সাথে গণধোলাই দিয়ে চুল কেটে দেয়। পরে উক্ত ফ্যাক্টরির লোকজন বন্দর থানা পুলিশকে খবর দিলে খবর পেয়ে থানা পুলিশ লম্পট রিয়াজকে গ্রেপ্তার করেন।
এ ঘটনায় ধর্ষণের চেষ্টার শিকার গার্মেন্টস কর্মী বাদী হয়ে সোমবার থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং ০৮(০৩)২০২১ মামলায় আসামী জেলা কুমিল্লা দাউদকান্দি থানা সরদারকান্দী এলাকার মৃতঃ ইদ্রিস আলীর ছেলে রিয়াজ উদ্দিন (২৩)