মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- পবিত্র কোরআনে হাফেজ’র গর্বিত পিতা হয়েছেন পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুবুর আলম শিকদার। তার বড়পুত্র মাহামুদুল হাসান শোয়াইব ইবনে মাহাবুব ১৬ বছর বয়সে পবিত্র কোরাআনে হাফেজ হয়েছেন। মাহামুদুল হাসান শোয়াইব ইবনে মাহাবুব সতীশ সরদার রোড গেন্ডাড়িয়া ঢাকার বরইতলা জামে মসজিদ ও মাদরাসা নুরুল কোরআন শাখায় পড়াশুনা করেছে।
ছেলে কোরআনে হাফেজ হওয়ার পর সবার কাছে তিনি তার ছেলের জন্য দোয়া চেয়ে বলেন, আলহামদুলিল্লাহ। ছেলে আমার কোরআনে হাফেজ। অফুরান শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুন। দুনিয়া ও আখিরাতে কল্যাণ দিন। ধর্ম মেনো,ধর্মান্ধ হয়ো না। দেশকে ভালোবেসো। বাবার লাশ কাছে পেলে সম্ভব হলে জানাজাটা নিজে পড়ে দিও। পারলে আব্বুর অক্ষমতা গুলো ক্ষমা করো। তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা। আল্লাহ তোমার সহায় হোন। আমিন। মাহামুদুল হাসান শোয়াইব ইবনে মাহাবুব জন্য সবার দোয়া চাই।’
কোরআনে হাফেজ হওয়ায় তার মাথায় পাগরিপরিয়ে দেন হরযত মাওলানা মুফতি জাফর আহম্মেদ, মুহতামিম ও শাইবুল হাদীস মাদরাসা বাইতুল উমুল (চালকানগর)