শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জে রূপগঞ্জে র্যাব পরিচয়ে ইউপি চেয়ারম্যানের মাথায় পিস্তল ঠেকিয়ে ৭০ লাখ টাকার ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ উঠেঠে। (১৯ মার্চ) শুক্রবার দুপরে উপজেলা ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতেই ইউপি চেয়ারম্যান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।
ইউপি চেয়ারম্যান গাজীউর রহমান জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানাধীন পাহাড়িয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান। শুক্রবার সকালে রাজধানীর বেইলীরোড থেকে ৭০ লাখ টাকা নিয়ে মাইক্রোবাসে করে নিজ এলাকায় যাচ্ছিলেন। রূপগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সাদা রঙের মাইক্রোবাস গাজীউর রহমানের গাড়িটির গতিরোধ করেন।
এ সময় র্যাবের পোশাক পড়া অবস্থায় ৫ জনলোক পিস্তল, হকিস্টিক, হ্যান্ডকাপসহ ইউপি চেয়ারম্যানের মাইক্রোবাসের চালক নওশাদকে গাড়ির ভেতরে ইয়াবা আছে বলে গাড়ির গ্লাস নামাতে বলেন। এসময় ছিনতাইকারীরা অস্ত্র ঠেকিয়ে গাড়ির চালককে জিম্মি করে হাত বেঁধে গাড়িটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ইউপি চেয়ারম্যান গাজীউর রহমান ডাকাত ডাকাত চিৎকার করতে থাকলে ছিনতাইকারীরা চেয়ারম্যান, তার ভাগিনা মতিউর রহমান ও কর্মচারী কাউসারকে হাত পা, চোখ মুখ বেঁধে মারধর করে গাড়ির ভেতরে ফেলে রাখে। পরে দুপুরে ছিনতাইকারীরা ভুলতা ফ্লাইওভারে পৌঁছালে ইউপি চেয়ারম্যানের মাথায় পিস্তল ঠেকিয়ে ৭০ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদের ভুলতায় এলাকায় ফেলে চলে যায়।
এ ঘটনায় শুক্রবার রাতে ইউপি চেয়ারম্যান গাজীউর রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।