মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জ আড়াইহাজারে ৭১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দুপুরে র্যাব-১১ উপ অধিনায়ক মেজর মো. হাসান শাহরিয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরীঘাট এলাকায় ৭১ কেজি গাজাঁসহ মাদক সরবারহ কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।
গ্রেফতার মো. নূরে আলম ও মো. আলাউদ্দিন ভোলার বোরহানউদ্দিন থানাধীন কুতুবা এলাকার বাসিন্দা। তারা উভয়ই চিহ্নিত মাদক ব্যবসায়ী। এর আগে তারা উভয়ই মাদক ব্যবসার দায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন। তাদের বিরুদ্ধে ভোলা জেলার বোরহানউদ্দিন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতার আসামীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালক ও হেলপারের ছদ্মবেশে পণ্যবাহী ট্রাকে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহন করে আসছিল।
মেজর মো. হাসান শাহরিয়ার আরো জানান, ১৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মাদকের একটি বড় চালান ব্রাহ্মণবাড়িয়া থেকে বিক্রয় ও সরাবরাহের জন্য নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৭১ কেজি গাঁজাসহ উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ট্রাকে সবজি পরিবহনের আড়ালে প্লাস্টিকের তৈরি ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।