মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জুয়েল নামে এক যুবক নিহত হয়েছেন।বুধবার রাত ১২টার দিকে মদনপুরের আন্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল একই এলাকার আনোয়ার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, পারিবারিক তুচ্ছ ঘটনা নিয়ে মদনপুরের তোতা মিয়ার ছেলে আলিম ও সেলিমের সঙ্গে জুয়েল এবং সোহেলের বিরোধ চলছিল।
এরই জেরে বুধবার রাতে মদনপুরে জুয়েলকে ছুরিকাঘাত করেন আলিম, সেলিমসহ আরো লোকজন। পরে জুয়েলকে স্থানীয় বারাকা হাসপাতালে নেয়ার পথে মারা যান।
ন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।