বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর দেয়া ত্রান সামগ্রী পেলেন নারায়ণগঞ্জের ২০০ ইমাম

সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের ২০০ ইমাম পেলেন প্রধানমন্ত্রীর উপহার। তাদের হাতে এ উপহার তুলে দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।(৫ এপ্রিল) বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে ইমামদের হাতে প্রধানমন্ত্রীর এ উপহার তুলে দেয়া হয়।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উপহার দেয়ার আগে জেলা প্রশাসক ইমামদের ঈদের নামাজ পালনের সরকারি নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ করেন এবং জঙ্গিবাদ দমনে জোরালো ভূমিকা রাখার প্রত্যাশা করেন।

 

জেলা প্রশাসকের উদ্যোগে দেয়া ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবন,১ কেজি পেয়াজ।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনায় সরকারের পক্ষ থেকে কর্মহীনসহ সব পেশার লোকদের সহায়তার আওতায় আনতে এবার ইমামদের সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জের ২০০ ইমামকে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ১০ কেজি চাল, আটা, চিনি, তেল, লবণ, আলু ও ডাল প্রদান করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ব্যাপারী, এডিসি সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা প্রমূখ।

 

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD