মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- কে এই জসিম উদ্দিন এমন মন্তব্য করে কুতুবপুর ইউনিয়ন ৪,৫,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দি হাওলাদার বলেছেন, আমার মনে হয় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিনের পাগলা শাহীবাজার কবরস্থানটি তার নিজস্ব পৈত্রিক সম্পত্তি।
তা না হলে কি করে মানুষের শেষ আশ্রয়স্থল কবরস্থানে মৃত ব্যাক্তিকে কবর দিতে বাধা প্রদান করে। কে এই জসিম উদ্দীন তার এত বড় সাহস কি করে হলো। তিনি এই এলাকার ভোটার নন। নিজেদের মনগড়া কমিটি করে এলাকার লোকদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন। আসলেই শান্ত কুতুবপুর কে অশান্ত করার চেষ্টা করছেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন। আমারা তার মনের ইচ্ছে কোন দিন পূরন হতে দিবনা।
(২০ মে) বৃহস্পতিবার সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মেম্বার আলাদিন হাওলাদারের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির জসিম উদ্দিনের মনগড়া কমিটির অনুমোদন দিয়েছেন। কি করে মনিরুল আলম সেন্টু এমন কমিটির অনুমোদন দিলেও তা অনেকের অজানা। চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু কুতুবপুরের একজন অভিভাবক তিনি কুতুবপুরের সব খবরই রাখেন। তিনি দেখেছেন মসজিদ নির্মাণ কে নিয়ে অনেকে ষড়যন্ত করেছেন আবার তারাই এই কমিটিতে পদ নিয়ে আছেন। তিনি যেনেও কিভাবে এই কমিটির অনুমোদন দিলেন আমারা কুতুবপুর বাসী তা জানতে চাই।
আলাউদ্দিন হাওলাদার বলেন, আমি তাদেরকে সাবধান করে দিতে চাই কবরস্থান কারো বাবার পৈত্রিক সম্পত্তি নয় কবরস্থান সর্বসাধারণের এখানে যে কারও কবর দেওয়ার অধিকার রয়েছে আপনি সভাপতি হয়েছেন বিদায় আপনি যা খুশি তা করবেন সেটা আমরা কখনো মেনে নিব না।
তিনি আরো বলেন, জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের সাথে আমরা কবরস্থানের বিষয় নিয়ে অতি তাড়াতাড়ি আলোচনা করব এবং কুতুবপুর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন কিভাবে কবরস্থানে লাশ দাফন করতে বাধা প্রদান করে সে বিষয়েও তাকে আমরা অবগত করব। আমার মনে হচ্ছে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের সম্মান ক্ষুন্ন করতেই এমন কাজ করে চলছেন। আমি এই এলাকার মেম্বার হিসেবে আমার ওয়ার্ডের জনগণের সুখ দুঃখের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব। আমার নেতা আলহাজ্ব একেএম শামীম ওসমানের সম্মান কেউ নষ্ট করতে চাইলে তা কখনো হতে দেবো না। সে যেই হোক না কেন।
এসয় উপস্থিত ছিলেন, মোঃ আদালত ভুইয়া, সাধারণ সম্পাদক, বায়তুল হামদ্ মসজিদ, মোঃ শাহজালাল, সভাপতি বায়তুল আমান জামে মসজিদ, মোঃ মজিবর রহমান শেখ, মোঃ চাঁন মিয়া, মসজিদ এ,বাইতুল মামুর জামে মসজিদ, হাজী মোঃ অানিছউল হক,সভাপতি, মসজিদ এ,বাইতুল মামুর জামে মসজিদ, মোঃ অলিউল্লাহ মোঃ সাহাবুদ্দিন , সাধারণ সম্পাদক পূর্ব মুসলিম পাড়া জামে মসজিদ, মোঃ নূরুল আমিন, অালহাজ্ব আফসার করিম জামে মসজিদ, মোঃ নূরুল হক, সহ- সভাপতি বায়তুল জামাত জামে মসজিদ, মোঃ রাসেল মুসলিম পাড়াবাসী মোঃ সুজন ,আলী আকবর মোস্তফা, বাইতুল জান্নাত মসজিদ, মোঃ নূরুল হক জমাদ্দার, প্রাক্তন সহ সভাপতি কবরস্থান কমিটি, মোঃ রেজাউল করিম, মুসলিম পাড়া কাসিন্দা, বি এম আনোয়ার হোসেন সাবেক কোষাধক্ষ্য শাহী মহল্লা কবরস্থান কমিটি, আ: মালেক সাঃ ৫ নং কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, আলহাজ্ব মো, তানভির রহমান, সভাপতি মুসলিমপাড়া মুসলিম পাড়া বাইতুল আমান ইসলামী পাঠাগার, মোঃ আলী আরশাদ, মোঃ আলমগীর