মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১২:২২ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- মালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভায় রদবদলের পর ওইদিনই সেনবাহিনী তাদের আটক করে।মালির একাধিক কূটনৈতিক ও সরকারি সূত্রের বরাত মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
কূটনৈতিক ও সরকারি সূত্র জানায়, প্রেসিডেন্ট বাহ এনদাও, প্রধানমন্ত্রী মোক্তার উয়ান এবং প্রতিরক্ষামন্ত্রী সৌলেইমানে দোউকউরেকে রাজধানী বামাকোর বাইরে একটি সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, মালির অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন সামরিক অভ্যুত্থানের নেতা আসামি গইতা। এছাড়া আটক হওয়া প্রধানমন্ত্রী বাহ এনদাও একজন সাবেক সামরিক কর্মকর্তা।
এদিকে, মালিতে জাতিসংঘের মিশন দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ‘তাৎক্ষণিক ও নিঃশর্ত’ মুক্তির আহ্বান জানিয়েছে।