মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুত্তা লীগের ঠাঁই বাংলার মাটিতে হবে না, পান্না মোল্লা ভারতে পালানোর সময় ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রুস্তম গ্রেফতার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ফতুল্লায় ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের সভাপতি গ্রেফতার ফতুল্লা লামাপাড়ার মূর্তিমান আতঙ্ক মিঠুন দেশের এ সংকটকালে সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন রাষ্ট্রপতি ফতুল্লার পিলকুনীতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে শ্রমিক নেতা পলাশের বাড়িতে ডাকাতি শ্রমিক দলের সমাবেশের জন্য ফতুল্লার বিভিন্ন মাঠ পরিদর্শনে কেন্দ্রীয় নেতারা

মেসির হোটেলে ডাকাতি

সংবাদ নারায়ণগঞ্জ:- বার্সা থেকে পিএসজিতে আসার পর প্যারিসে থাকার মত একটি বাড়ি খুঁজছিলেন লিওনেল মেসি। তবে, প্যারিসে এসেই মনের মত একটি বাড়ি পাওয়া ছিল খুবই কঠিন। যে কারণে, আপাতত একটি হোটেলেই অস্থায়ী নিবাস গড়েছিলেন মেসি পরিবার। যেখানে প্রতিদিন ২০ লাখ টাকা ভাড়া দিতে হতো মেসিকে।

যদিও কিছুদিন আগে খবর প্রকাশ হয়েছিল, প্যারিসের একটি এক্সক্লুসিভ এলাকায় বাড়ি ঠিক করা হয়েছে মেসির জন্য। সেই বাড়িতে ওঠার ঠিক আগ মুহূর্তে মেসি যে হোটেলে রয়েছেন, সেই হোটেল ডাকাতি হয়েছে বুধবার ভোর রাতে। আন্তর্জাতিক মিডিয়ায় এখন এই ডাকাতির ঘটনায় তোলপাড়।

প্যারিসে যে হোটেলে রয়েছেন মেসি, তার নাম লে রয়্যাল মঁসো। বুধবার ভোর রাতে ডাকাতরা হানা দেয় সেই হোটেলে। যদিও মেসির যে তলায় থাকেন সেখানে নয়, তার ঠিক ওপরের ফ্লোরে ডাকাতরা হামলে পড়ে। সেখানে থাকা বেশ কয়েকটি রুমের বাসিন্দাদের অর্থ এবং অলঙ্কারসহ নানা মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায় তারা।

মেসি এবং তার পরিবারের সদস্যদের কোসো সমস্যা হয়েছে কি না তা অবশ্য মিডিয়ায় জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, তারা ভালোই রয়েছেন। তারা কোনো ক্ষতির সম্মুখিন হলে, এরই মধ্যে মিডিয়ায় তোলপাড় হয়ে যেতো।

ব্রিটেনের দ্য সান জানাচ্ছে, ডাকাতরা ওই হোটেলের অরক্ষিত ছাদ দিয়ে প্রবেশ করে। এরপর ব্যালকনি দিয়ে একটি খোলা জানালা পেয়ে ঢুকে পড়ে। সেখান থেকে বেশ কয়েকটি রুমে তারা ভাঙচুর চালায় এবং ডাকাতি করে।

মরক্কান এক অধিবাসী দাবি করছেন, ডাকাতরা তার হাতের মূল্যবান ঘড়ি ছিনিয়ে নিয়েছে। তিনি পুলিশকে জানিয়েছেন, ডাকাতরা ছিল তিনজন। আরেক নারী জানিয়েছেন, প্রায় ৫ হাজার ইউরো মূল্যের জিনিসপত্র ডাকাতরা নিয়ে গেছেন।

তিনি আরও জানান, পুলিশ বলছে ছাদে দু‘জনকে তারা দেখেছেন একটি ব্যাগসহ। তবে আমার পাশের রুমের একজন বলছেন, ডাকাত ছিল তিনজন। তবে পুলিশ এখনও ডাকাতদের পরিচয় নিশ্চিত হতে পারেননি। এই ঘটনার পর অবশ্য সেই হোটেলের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD