বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। (৫ জুন) শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলফাজ উদ্দীন তালুকদার চাঁদপুরের উত্তর বালিয়া গ্রামের ফজলুল হকের ছেলে। এসময় ট্রাকচালক আমির হোসেনকে ট্রাকসহ আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চাঁদপুর থেকে ঢাকায় ফেরার পথে একটি পিকআপ হঠাৎ ব্রেক করলে মোটরসাইকেলটি পিকআপের পেছনে ধাক্কা লেগে পড়ে যায়। পরে পেছনে থাকা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেল আরোহী মারা যান।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছে।