বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আয়নাল হোসেন স্থানীয় হাইজাদী ইউনিয়নের প্রভাকরদী এলাকার মহিজউদ্দিনের ছেলে।
সৎভান্দি এলাকায় ব্যবসায়ী বেনজীর আহমেদের বাড়িতে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় করা মামলা তাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় সন্দেহভাজন ডাকাত দুই সদস্যকে গ্রেফতার করা হলো। এর আগে একই মামলায় স্থানীয় নোয়াদ্দা এলাকার ইব্রাহিমের ছেলে ইকবালকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আনিচুর রহমান মোল্লা বলেন, ধৃত ব্যক্তির বিরুদ্ধে আড়াইহাজার থানায় একটি মামলা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো কারা তার সঙ্গে ডাকাতির জড়িত রয়েছে। তাদেরও খোঁজে বের করার চেষ্টা চলছে।