শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

বন্দরে লকডাউনে সুন্নতে খৎনার আয়োজন, ইউএনওর অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বন্দরে সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ অমান্য করে সুন্নতে খৎনার আয়োজন করায় নুরুল আলম নামের এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

(২ জুলাই)  শুক্রবার দুপুরে উপজেলার ধামগড় ইউনিয়নের গকুলদাসেরবাগ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

পাশাপাশি আয়োজনের দেড়শ লোকের রান্না করা খাবার স্থানীয় একটি এতিমখানায় বিলিয়ে দেয়া হয়।

ইউএনও শুক্লা সরকার জানান, নুরুল আলম শুক্রবার প্রায় দেড়শ লোক দাওয়াত দিয়ে ছেলের সুন্নতে খৎনা অনুষ্ঠানের আয়োজন করেন। স্থানীয় ইউপি সদস্য করোনাকালে অনুষ্ঠান আয়োজন না করার জন্য তাকে অনুরোধ করেছিলেন। কিন্তু ইউপি সদস্যের কথা উপেক্ষা করে নুরুল আলম বাড়ির উঠানে বিশাল প্যান্ডেল তৈরি করে ব্যাপক খাবার-দাবারের আয়োজন করেন। এ সংবাদ পেয়ে দুপুরে ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বাড়ির মালিক নুরুল আলমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অতিথিদের জন্য রান্না করা খাবার স্থানীয় এতিমখানায় দিয়ে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD