রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার হাতে অত্যাধুনিক অস্ত্র ‘উজি পিস্তল’, এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। অত্যাধুনিক এই অস্ত্র কীভাবে তার কাছে এলো বা অস্ত্রটির মালিক কে, এ নিয়ে শুরু হয় গুঞ্জন।
এ বিষয়ে বৃহস্পতিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য দেন পিয়াসা। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পিয়াসার ধারণা ছবিটি তার শ্বশুর ভাইরাল করেছে। উজি পিস্তলটি পিয়াসার নিজের নয়। অস্ত্রটি ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনিরের। তার অফিসে বসেই অস্ত্রহাতে এই ছবিটি তোলেন পিয়াসা।
জবানবন্দিতে পিয়াসা জানান, অস্ত্রটি ইনডেক্স গ্রুপের এমডি সাফিউল্লাহ আল মুনির ওরফে ইনডেক্স মুনির তার অফিসে দেখিয়েছিলেন। তিনি ওই সময় সেখানে উপস্থিত ছিলেন এবং অস্ত্রটি হাতে নিলে ছবি তুললে সেটি ভাইরাল হয়।
মাদক মামলায় তিনদিনের রিমান্ড শেষে ফারিয়া মাহাবুব পিয়াসাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
উজি হচ্ছে ওপেন বোল্ট ও ব্লোব্যাক পরিবারভুক্ত একটি অস্ত্র। এর ছোট আকৃতির সংস্করণগুলো ‘মেশিন পিস্তল’ নামে পরিচিত। এটি পিস্তলের মতো হাতের মুঠোয় স্থাপন করে ব্যবহার করা যায়। ইসরায়েলি সশস্ত্র বাহিনীতে কর্মরত মেজর উজিয়েল গাল ১৯৪০ সালের দিকে এর নকশা করেন। তার নামানুসারে অস্ত্রটির নামকরণ হয় ‘উজি’। তুলনামূলকভাবে হালকা এবং প্রতি মিনিটে গুলির হার অনেক বেশি হওয়ায় অস্ত্রটি বেশি জনপ্রিয়।