সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- বন্দরে মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। গত (১ ডিসেম্বর) মঙ্গলবার রাতে এ ঘটনায় শিশুটির বাবা মামলা করেন। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার রাকিবের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার ঠেংগারবাম গ্রামে। তিনি বন্দরে একটি মাদরাসায় শিক্ষকতা করতেন। গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওই শিশুর বাবা জানান, মঙ্গলবার সকালে আমি মেয়েকে মাদরাসায় দিয়ে আসি। দুপুরে আমার প্রতিবেশী তাকে মাদরাসা থেকে নিয়ে আসে। বাসায় আসার পর আমার মেয়ে কান্নাকাটি শুরু করে। তার মাকে জানায় শিক্ষক রাকিবুল মাদরাসার ৫ম তলায় নিয়ে ধর্ষণচেষ্টা করে। তার চিৎকারে অন্য বাচ্চারা ছুটে আসলে তাকে ছেড়ে দেন রাকিব। রাতে বাড়ি ফিরে আমি বিষয়টি জানতে পেরে থানায় মামলা করি।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা নেয়া হয়েছে। রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।