শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

বউভাতে উপহার সয়াবিন তেল

সংবাদ নারায়ণগঞ্জ:- বিয়ের অনুষ্ঠানে বা বউভাতে গিয়ে মানুষ কত কিছু উপহার দেয়! শোপিস, শাড়ি, অলংকার, নগদ টাকা কিংবা বই। তাই বলে সয়াবিন তেল! কিন্তু তাই বলে সয়াবিন তেলের বোতল!

সাধারণত বিয়ের অনুষ্ঠানে কিংবা বউভাতে বিভিন্ন উপহার পান নবদম্পতি। অলংকার, শাড়ি, টাকা বা বই উপহার দেন অতিথিরা। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি বউভাত অনুষ্ঠানে উপহার হিসেবে নবদম্পতি পেয়েছেন সয়াবিন তেল।

(১২ মার্চ) শনিবার বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের ভলাকুট গ্রামের মো. মোস্তফা আলম সোহাগের বউভাতে এ ঘটনা ঘটে। পাঁচ লিটার সয়াবিন তেল উপহার দিয়েছেন এক অতিথি।

স্থানীয়রা জানায়, শনিবার ভলাকুট গ্রামে মোস্তফা আলম সোহাগের বউভাত অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানে আসা অতিথিরা নবদম্পতির জন্য বিভিন্ন উপহার নিয়ে আসেন। এর মধ্যে নবদম্পতিকে পাঁচ লিটার ওজনের সয়াবিন তেল উপহার দেন নাসিরনগর উপজেলা সদরের বাসিন্দা বদিউল আশরাফ মৃধা।

সয়াবিন তেল উপহার দেওয়ার বিষয়ে বদিউল আশরাফ মৃধা জানান, যে হারে সয়াবিন তেলের দাম বাড়ছে, তাতে সাধারণ মানুষ ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সে জন্য উপহার হিসেবে সয়াবিন তেল দেওয়াটা তার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে বলে জানান তিনি।

সময়োপযোগী এমন উপহার আনন্দের সঙ্গেই গ্রহণ করেছেন বরপক্ষ। এ বিষয়ে বরের বড় ভাই সাংবাদিক সোহরাব শান্ত বলেন, আমাদের পারিবারিক কোনো অনুষ্ঠানে উপহার নেয়া হয় না। তবে মুরাদের তেল উপহার দেওয়ার বিষয়টি বেশ চমকপ্রদ।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD