শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন

রূপগঞ্জে রোলিং মিলে চুল্লি বিস্ফোরণে আহত ১২

সংবাদ নারায়ণগঞ্জ:- রূপগঞ্জে রড তৈরির একটি কারখানার চুল্লি বিস্ফোরণ ঘটেছে। এ সময় ১২ শ্রমিক আহত হয়েছেন।

(৩০জুন) বৃহস্পতিবার  দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, প্রিমিয়ার স্টিল-রি-রোলিং মিলস (পিএসআরএম) নামে একটি রড তৈরির কারখানায় হঠাৎ চুল্লি বিস্ফোরণ হয়। এতে কর্মরত ১২ শ্রমিক আহত হয়েছেন। আহত রিফাত, সুমন, সাদ্দাম, তরিকুল, হৃদয়, কাশেম, মাসুদ রানাসহ ১১ জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। একজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপালে ভর্তি রয়েছে।

এ বিষয়ে পিএসআরএম কারখানার সহকারী ম্যানেজার মাসুদ বলেন, চুল্লিতে বিদ্যুৎ এবং পনির সমন্বয়ের ব্যাঘাতে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে চুল্লিটি বিস্ফোরিত হয়ে ওপরের দিকে উঠায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এতে অল্প কিছু দগ্ধ হয়ে ১২জন আহত হলেও ১১জন প্রাথমিক চিকিৎসা শেষে কারখানায় এসেছে আর একজন ঢামেক হাসপাতালে রয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার সহকারী পরিদর্শক আক্তার শাওন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD