শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

ফতুল্লায় হান্ড্রেড বাবুর নিয়ন্ত্রণে মাদক ব্যবসা, নীরবতায় থানা পুলিশ

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে ১৩টি মামলার আসামী মাদক সম্রাট হান্ড্রেড বাবু।

এদিকে দীর্ঘদিন ধরে দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে প্রকাশ্যে মাদক বিক্রি করলেও পুলিশের নেই তেমন কোন ভূমিকা। রহস্য জনক কারনে নিরব ভূমিকা পালন করছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

সূত্রে জানা যায়, ফতুল্লা রেলষ্টেশন এলাকার মাদক ব্যবসায়ীদের অন্যতম হান্ড্রেড বাবু। মাদক বিক্রিতে তার বিরুদ্ধে কেউ বাধা দিতে গেলে বিশেষ বাহিনী দিয়ে ঐ বাধা দানকারী লোকজনদের লাঞ্চিত করা হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করলেও কোন প্রতিকার পায়নি ভুক্তভোগীরা। ফতলা মডেল থানা পুলিশকে মারশোহারা দিয়ে ই মাদক ব্যবসা পরিচালনা করে হান্ড্রেড বাবু। এই কারণেই একটি উচ্চ বিদ্যালয়ের সামনে প্রকাশ্যে দিবালোকে মাদক বিক্রি করছে। যেন দেখার কেউ নেই।

সূত্রে আরও জানা যায়, এছাড়াও সোর্স সোহাগ তাকে মাদকসহ পুলিশের হাতে ধরিয়ে দেয়। বাবু জেল থেকে ছাড়া পেয়ে তার বাহিনী দিয়ে সোর্স সোহাগকে দেশীয় অস্ত্র দিয়ে হাত পা ভেঙ্গে ফেলে রেখে চলে যায় পরে চিৎকিসাধীন অবস্থায় হাসপাতালে সোহাগ মারা যায়। তার ভয়ে এলাকাবাসী মুখ খুলতে সাহস পায় না। তারই নিয়ন্ত্রণে রয়েছে একডজন মাদক বেচাকেনার সেলসম্যান।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেক বাসিন্দা জানান, হান্ড্রেড বাবু তার সাঙ্গপাঙ্গসহ ষ্টেশন ব্যাংক কলোনী, পিলকুনী, দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এলাকার অনেক মাদক ব্যবসায়ীকে শেল্টারদাতা হিসেবে স্থানীয় অনেক নামধারী নেতা বাদেও রয়েছে বিশেষ কিছু কর্তাব্যক্তি। যাদের সাথে রয়েছে অনেক উচ্চপদস্থ ব্যক্তিদের সম্পর্ক আর সেই সর্ম্পকের সূত্র ধরেই ঐ ব্যক্তিরা স্থানীয় মাদক ব্যবসায়ীদেরকে শেল্টার দিয়ে দৈনিক/সাপ্তাহিক/মাসিক সুযোগ-সুবিধা ভোগ করার ফলে অত্র অঞ্চলকে মাদকমুক্ত করা যাচ্ছে না।

এই মাদক বিক্রেতাদের গ্রেফতার ও তাদের শেল্টারদাতাদের দ্রুত আইনের আওতায় নেয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সু-দৃষ্টি কামনা করেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD