শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত হয়ে বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তার মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জঃ- বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. সাইবুর মারা গেছেন। (৩০ সেপ্টেম্বর) বুধবার দুপুর একটার দিকে তিনি ঢাকায় সরকারি কমর্চারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনা আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালে গত তিন সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় প্রথমে তাঁকে আইসিউতে, পরবর্তীতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সপ্তাহখানেক লাইফ সাপোর্টে থাকার পর বুধবার তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিয়ুর রহমান। গত ৭ সেপ্টেম্বর তিনি সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি হন। পরের দিন তার ক‌রোনা পরীক্ষা করা হয়। করোনা রিপোর্ট পজেটিভ আসার পর থেকেই তিনি ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন।’

মো. সাইবুর গত বছরের জুলাই মাসে বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা হিসেবে কয়েক বছর কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD