শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আদালতে আনা হয়নি জাকির খানকে, আদালতের বাহিরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে পিকনিকে ট্রলারে সন্ত্রাসী হামলা:দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধ সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থী-ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা সোনারগাঁয়ে মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবার যাবজ্জীবন কারাদণ্ড সাদিক অ্যাগ্রোর মালিকসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা একই রশিতে গলায় ফাঁসি দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা ছাগলকাণ্ডে মতিউর রহমানের সম্পত্তি ক্রোকের আদেশ ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় যুবলীগ নেতা আহত ফতুল্লায় আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় আরো ৯ জন গ্রেপ্তার

পিজা শামীমের অনুসারীদের জমি দখলের চেষ্টা, দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের বন্দরে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

(১৬ মার্চ) বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফরাজিকান্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বেশকয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে ফরাজিকান্দা বাজার এলাকায় জমি দখলের জন্য নারায়ণগঞ্জ শহর থেকে শামীম ওরফে পিজা শামীমের অনুসারীরা ৩০-৩৫টি মোটরসাইকেলে করে হাজির হন। ওই সময়ে তারা পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে জমি মাপা শুরু করেন। এরপর ফরাজিকান্দা মসজিদের পাশে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান প্রয়াত রাইসুল হকের বাড়ির লোকজন জিজ্ঞাসা করতে আসলে গুলি ছুড়তে ছুড়তে গলি ভিতরে যায় সন্ত্রাসীরা।

তারা আরও জানান, এ সময় রাইসুল হকের ছেলে মনিরুল হক পারভেজ পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে এলাকাবাসী ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যান। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পারভেজের বোন তানিয়া বেগম বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি দখলের জন্য পিজা শামীম সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের ওপর হামলা করে। তাদের হামলায় আমার ভাই গুলিবিদ্ধ হয়েছেন।

আহত পারভেজ বলেন, পৈত্রিক সম্পত্তি দখলের জন্য পিজা শামীম হোন্ডাবাহিনী নিয়ে কয়েকবার হামলা করেছেন। তাদের সঙ্গে অস্ত্রশস্ত্র ছিলো। তারা আমার পায়ে গুলি করেছে। বাসায় ঢুকে আমার স্ত্রীকে মারধর করেছে। তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। আমি এ ঘটনার বিচার চাই।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD