মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ৫২ কেজি গাঁজাসহ চার জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
(২০ মার্চ) সোমবার দিবাগত রাতে বন্দর থানার মদনপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত চার জনের মধ্যে তিনজন শিশু। র্যাবের দাবি গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী।
এসময কুমিল্লা হতে ঢাকাগামী জোনাকী পরিবহন নামক বাসে তল্লাশি চালিয়ে ওই গাঁজাসহ চারজনক গ্রেপ্তার করে র্যাব। তারা হলেন- মো. বেলাল হোসেন (৫০), মো. ইমাম হোসেন (১৬), আব্দুল্লাহ আল মাসুদ (১৬), মো. হাবিবুর রহমান (১৫)।
তারা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত অভিনব কৌশলের মাধ্যমে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বহন করে নারায়ণগঞ্জসহ এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে।
র্যাব জানায় গ্রেপ্তারকৃত আসামী ও আইনের সহিত সংঘাতে জড়িত শিশুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।