শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে তার দুই সহযোগী আরজু (৩৫) ও মো. রাজীব হোসেনকে (২৯) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
(২৩ মে) মঙ্গলবার দুপুরে তাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন ভুলতা গোলাকান্দাইল এলাকার থেকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যার কাজে কাজে ব্যবহৃত হাইসগাড়ি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, আরজু (২৩) রূপগঞ্জ থানার মধ্যপাড়া গোলাাইকান্দাইল এলাকার মৃত সামসুল ইসলামের ছেলে ও মো. রাজিব হোসেন (২৯) একই থানা এলাকার মৃত নায়েব আলীর ছেলে। এর আগে নিহতের স্বামী শরিফুল ইসলাম রাসেলকে গ্রেফতার করা হয়। বতর্মানে তিনি জেলহাজতে রয়েছেন।
মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যটি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের মাধ্যমে ডিবির খ-জোনের ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার আসাদুজ্জামান তারুকদার, এসআই পলাশ কান্তি রায় ও সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার রূপগঞ্জ থানাধীন ভুলতা গোলাকান্দাইল এলাকার অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল শরিফুল ইসলাম রাসেল তার স্ত্রী মৌসুমীকে সঙ্গে নিয়ে ঈদের কেনাকাটা করার জন্য গাউছিয়া মার্কেটে যাওয়ার পথে শ্বাসরোধে হত্যা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ডিবির খ-জোনের ওসি মো. আমিনুল ইসলাম, মামলার তদন্তকারী অফিসার আসাদুজ্জামান তারুকদার ও এসআই পলাশ কান্তি রায়।