মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ-পাগলা বউ বাজার মল্লিক বাড়ি মাঠে রুমেল স্পোটিং ক্লাবের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছিল। (৮ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে মনোরঞ্জন স্মৃতি বানান রুমের সিলিং এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় মীর হোসেন মিরু বলেন, ফুটবল বাঙালির প্রাণের খেলা। মাটি ও মানুষের সাথে এ খেলার সম্পর্ক অত্যন্ত নিবিড় ও অবিচ্ছেদ্য। ফুটবলে আমাদের সোনালি অতীত রয়েছে। আমরা আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।
মিরু বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি থেকে দূরে রেখে আমাদের উপযুক্ত নাগরিক হিসেবে উঠতে হবে। এজন্য খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়া শেখার সঙ্গে সঙ্গে খেলাধুলা, সংস্কৃতি চর্চা একান্তভাবে প্রয়োজন। খেলাধুলা চর্চার মধ্য দিয়ে চরিত্র গঠন, সুস্বাস্থ্য গঠন ও মেধার বিকাশ ঘটে।
ফুটবল খেলার প্রশংসা করে মিরু বলেন, ফুটবল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় খেলা, এটা হচ্ছে বাস্তবতা। ফুটবল সামনে এগিয়ে যাক এটাই আমরা চাই।দুই দলের সবাই অত্যন্ত চমৎকার খেলেছে। খেলা দেখে সত্যি আমি খুব আনন্দিত। এসব খেলোয়াড়দের থেকে আগামী দিনে জাতীয় দলের খেলোয়াড় বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন।
কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর হোসেন মিরুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফফর, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, কুতুবপুর ইউনিয়ন ৬নং ওয়াড মেম্বার রোকন উদ্দিন, শিকদার মোঃ হক, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ন সম্পাদক মাহাবুবুর আলম শিকদার প্রমুখ।