সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খোরশেদ আলম (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, দু’দিন আগেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। হাসপাতালের বেডে মরদেহ পচে দুর্গন্ধ ছড়ালে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আজ সকালেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পর পুলিশকে খবর দেওয়া হয়।
পরে বায়োমেট্রিক পদ্ধতিতে নিহত বৃদ্ধের পরিচয় শনাক্ত করে পিবিআই। নিহত বৃদ্ধ খোরশেদ আলম ঢাকা জেলার সাভার উপজেলার ভাকুর্তা ইউপির মুশুরী খোলার ফিরিংগী কান্দা এলাকার মৃত হাজী ইন্তাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান বলেন, ২২ সেপ্টেম্বর ভোরে ফজরের নামাজের পর মদনগঞ্জ-মদনপুর সড়কের উত্তর লক্ষণখোলা কড়ইতলা এলাকায় রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই বৃদ্ধকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে ডাক্তারদের অবহেলা ও বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, মৃত অবস্থায় হাসপাতাল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুদিন আগেই ওই বৃদ্ধ মারা গেছেন। যার কারণে মরদেহের ক্ষতস্থানে পোকা ধরে দুর্গন্ধ ছড়িয়েছে।