বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার উল্টে গেছে।
(১৮ অক্টোবর) বুধবার দুপুরে দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুতে এ ঘটনা ঘটে।তবে, এ ঘটনায় নিহতের ঘটনা না ঘটলেও আহত হয়েছেন একজন।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরিফুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িটি উল্টে যায় এবং চালক কিছুটা আহত হন। এ ঘটনায় তেমন বড় ধরনের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। আমরা গাড়িটি আপাতত আটক রেখেছি। বর্তমান সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।