মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- রূপগঞ্জে বাসের ধাক্কায় রাজু (১৩) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। (২ নভেম্বর) সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকায় সুইচ গেট এর সামনে এ দুর্ঘটনা হয়।
নিহত রাজু কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার মুশুরিয়া এলাকার জিয়া উদ্দিনের ছেলে এবং সে যাত্রামুড়া এলাকার রিপন ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া।
কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ জানান, রাজু যাত্রামুড়া সুইচ গেটের সামনে থেকে সাইকেল দিয়ে রাস্তা পার হওয়ার সময় নরসিংদীগামী মনোহরদী পরিবহন নামে একটি বাস রাজু মিয়াক ধাক্কা দিলে ঘটনাস্থলে রাজু নিহত হন। পরে লাশ কাঁচপুর হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়ে নেন।