মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- নারায়ণগঞ্জে রূপগঞ্জ চনপাড়া বস্তির শীর্ষ সন্ত্রাসী শাওন ও তার এক সহযোগীকে ফেনসিডিলসহ কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে ভৈরবের ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় পুলিশ চেকপোস্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, সোমবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নাটালের মোড় চেকপোস্টে পুলিশ ডিউটি করার সময় আখাউড়া সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকাগামী একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহ হয়। এ সময় ওই মোটরসাইকেলের দুই যাত্রী শাওন ও তার সহযোগী আকাশকে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ।
শাওন রূপগঞ্জের চনপাড়া বস্তির ৩ নম্বর ওয়ার্ডের আলিম মর্তূজার ছেলে এবং রূপগঞ্জ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ অর্ধডজন মামলা রয়েছে।